একাদশে ভর্তি: বাদ পড়াদের আবেদন ১০ জুলাই
একাদশে ভর্তি: বাদ পড়াদের আবেদন ১০ জুলাই
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যারা কোন কলেজ
বা মাদরাসায় নির্বাচিত হয়নি তাদেরকে শেষ সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে
সরকার। আগামী ১০ জুলাই থেকে তাদেরকে আবেদন করতে হবে। এরপর মেধা তালিকা
প্রকাশ হবে। আজ রোববার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক
মু: জিয়াউল হক এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ জুন তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ হয় এতে এক লাখ ৫১২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে, জিএপি-৫ পাওয়া ৯১৩ জন ভর্তির সুযোগ পাননি এবং ২৮ হাজার ৬৭৭ জন আবেদন করেও কোনও কলেজে মনোনীত হননি। তাদের জন্যই মূলত শেষ সুযোগ হিসেবে ফের ১০ জুলাই থেকে আবেদন নেয়া হবে।
এবারে সারাদেশে মোট আবেদনকারী ছিলেন ১৩ লাখ
১৯ হাজার ৬৭৫ জন। প্রথম পর্যায়ে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ এবং দ্বিতীয় ধাপে নতুন
করে ভর্তির জন্য মনোনীত হয়েছেন দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন। আর তৃতীয় পর্যায়ে
মনোনীত হয়েছেন এক লাখ ৫১২ জন।
শিক্ষা
বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় ধাপে যারা কলেজ ভর্তির জন্য
মনোনীত হননি তারা নতুন করে তৃতীয় ধাপে আবেদন করেন। তাদের অনেকে এ ধাপে
পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও দ্বিতীয় ধাপের নিশ্চায়নকারীদের
মধ্যে পছন্দের কলেজে অটোমেটিক মাইগ্রেশন হয়েছে এক হাজার ১৫৪ জন
শিক্ষার্থীর।
কলেজে ভর্তির প্রথম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম ধাপে ৯ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হন।
এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন শিক্ষার্থী পাস করেন।
No comments